ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
২০৭

করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ১০ মে ২০২১  

অনেকদিন ধরেই সোশ্যাল সাইটে তার সরব পদচারণা ছিল না। ভক্তরা চিন্তিত ছিলেন প্রখ্যাত এই লেখিকাকে নিয়ে। কারণ যে কোনো ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের মতামত দিয়ে যান। অবশেষে এতদিন পর আজ রবিবার তসলিমা নাসরিন নিজেই জানিয়েছেন যে, তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তবে তাকে নিয়ে আপাতত আশঙ্কার কিছু নেই। তসলিমা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, 'আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে  একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা  ঝাড়ু মোছা  সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু'মাস আগে, টিকার প্রথম ডোজ  নিতে। ওই ডোজটি  কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি।'

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর